বোরো ধান রোপনে নওগাঁয় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। তবে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে রোপন কাজ কিছুটা বাধার মুখে পড়ছে।
যদিও বিদ্যুৎ ও আবহাওয়া অনুকুলে থাকলে প্রত্যাশার ফসল ভালভাবেই ঘরে তুলতে পারবেন বলে আশা বোরো চাষীদের। আর শৈত্য প্রবাহ কমে গেলে ধান রোপনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ, ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় নওগাঁয় শীতের তীব্রতা বাড়ছে। আর এই কারণে কিছুটা দেরী হলেও, প্রচন্ড- শীত ও কুয়াশাকে উপেক্ষা করে মাঠে মাঠে বোরো ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। একদিকে চলছে সেচ আর হাল চাষ। অন্যদিকে তৈরী জমিতে করা হচ্ছে চারা রোপন।
সাধারণত পৌষেই শুরু হয় বোরো ধান রোপন। এবার বৈরী আবহাওয়ার কারনে মাঘ মাসে শুরু করা হয়েছে ধান রোপন। কিন্তু শীত আর কুয়াশা বাঁধ সাধছে একাজে। গত বছর ধানের দাম কম থাকলেও এবছর বেশ ভাল। আগামীতেও যেন এধারা বজায় থাকে এমন প্রত্যাশা চাষীদের।
এবার ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে নওগাঁ জেলায় ইরি-বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে।