দেশের চলমান শীত মৌসুমেও বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির মাছ। চট্টগ্রামের ফিশারিঘাটে বসেছে নানা রকমের সামুদ্রিক মাছের মেলা।
সমুদ্রে ৩০ কেজি ওজনের কোরাল মাছ আর অকালে ইলিশ পেয়ে খুশি জেলেরা।আর মৎস্য কর্মকর্তারা বলছেন ,মৎস্যনীতি মেনে সমুদ্রে মাছ আহরণ করলে লাভবান হবে জেলেরা।
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ত্রিশ কেজি ওজনের কোরাল মাছ বিক্রির জন্য আনা হয়েছে দেশের সবচেয়ে বড় মৎস্য বাজার চট্টগ্রামের ফিশারিঘাটে। বেপারিরা দাম হাঁকছেন ২২ হাজার টাকা।যা কেজিতে পড়ে আটশ থেকে নয়শ টাকা পর্যন্ত। শীত মৌসুমেও সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে কোরাল, লাক্ষা, ছুরিসহ নানা প্রজাতির মাছ।
আকারে ছোট হলেও জেলেদের জালে ধরা পড়ছে ইলিশও। ব্যবসায়ীরা পর্যাপ্ত নানা রকমের সামুদ্রিক মাছ বাজার দখল করলেও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।। মৎস্য কর্মকর্তারা বলছেন ,মৎস্যনীতি জেলেরা মানলে মাছ বাড়বে সমুদ্রে আর লাভবান হবে জেলেরা।
এদিকে মাছ সংকটের অজুহাতে বিদেশী মাছ বাজার দখল করলেও আমদানি কারকরা বলছেন বঙ্গোপসাগরের মাছের চাহিদা দেশীয় বাজারে সবচেয়ে বেশি। সমুদ্রে মাছের উৎপাদন বাড়লে দেশীয় মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব বললেন মৎস্য বিশেষজ্ঞরা।