এবার ইউক্রেন সীমান্তে ক্রমেই বাড়ছে রুশ সৈন্য সমাবেশ, উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক ব্যর্থ হওয়ায় হামলার শঙ্কায় কিয়েভবাসী।
এদিকে মস্কো কিয়েভে আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের অভিযোগ, ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসাতে কাজ করছে মস্কো।
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে রুশ মার্কিন পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। যে কোন সময় ইউক্রেনে হামলা হতে পারে তা নিয়ে কয়দিন ধরেই চলছে জল্পনা কল্পনা। দফায় দফায় ব্যার্থ বৈঠক হওয়ার পর এখন দুর্গে দুর্গে চলছে যুদ্ধের প্রস্তুতি।
কিয়েভ দাবী করছে সিমান্তে সেনা বাড়াচ্ছে মস্কো। অপর প্রান্তে শত্রুর আক্রমনের সংকায় ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় চালাচ্ছে সামরিক মহড়া। যুদ্ধ যখন আসন্ন এমন অবস্থায় দেশবাসিকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন কিয়েভবাসী।
তারা বলেছেন, সবচেয়ে ভালো কিছুর আশা করছেন। তবে সবেচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত নিচ্ছেন তারা। অনেকের চোখে ছিল আতঙ্কের ছাপ। ১৪ লাখ মানুষের এই শহর আরো ঐক্যবদ্ধ হবে। এই শহর কাউকে ছিনিয়ে নিতে দেবো না আমরা জানি না, কী হবে। এ ধরনের কোনও ঘটনা ক্রিমিয়ার সাথে ঘটতে পারে, তা কেউ ভাবেনি রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনে প্রাণঘাতী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
৯০ টন ওজনের ওই সামরিক সহায়তার প্রথম চালান শুক্রবার ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এনেছে যুক্তরাজ্য। দেশটির অভিযোগ, ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসাতে কাজ করছে মস্কো। এর আগে শুক্রবার ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের ব্যাপারে আলোচনা হলেও বড় ধরনের কোনও অগ্রগতি দেখা যায়নি। বিশ্লেষকদের আশংকা দ্রত কোন সমাধান না হলে যুদ্ধ আসন্ন।
https://www.youtube.com/watch?v=7sj9he7DUfA