তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এবং তাঁর দুই ছেলে অপূর্ব ও অর্জনের রোগ মুক্তি কামনা করে, সিংড়া উপজেলার ৮২০ টি মসজিদে, দোয়া, মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার ৮২০ টি মসজিদে বাদ জুম্মার পর থেকেই, এই দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ এর সহযোগী সংগঠন।
এছাড়া সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার এতিম ও ওয়ালামাদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক ও তাঁর দুই সন্তান সহ পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করা হয়।
সিংড়া পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা আলী আকবর।
দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।
সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে এই দোয়ার আয়োজন।
সম্প্রতি প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় তার বাসভবনে আইসোলেশনে রয়েছেন বলে জানান পৌর মেয়র।