সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ভুলাখালী গ্রামের মৃত ফজলুল হক মাষ্টারের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা মো: আসয়াদুল হকের বাড়ীতে আওয়ামীলীগ , ছাত্রলীগ ও যুবলীগের কিছু উশৃংখল নেতা কর্মীরা হামলা করে এবং তার অসুস্ত বৃদ্ধা মা এবং ছোট ভাইকে হুমকি দিয়ে যায়।
তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তার মাকে বলে যায় মোঃ আসাদুল হক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করে, তা না হলে তার বিরুদ্ধে আমরা মামলা করব এবং সে যখনি দেশে আসবে তাকে এয়ারপোর্ট থেকে গুম করে দিব।
তারা আরো বলে আমরা ফেইসবুকের মাধ্যমে দেখেছি সে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে লংমার্চ নেতৃত্ব দিয়েছে যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে ।
মো: আসয়াদুল হক বিগত কয়েক বছর ধরে লন্ডনে বসবাস করে আসছেন।
দেশে থাকা কালিন সময়ে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন।
লন্ডনে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানবাধিকার সংগঠন “নিরাপদ বাংলাদেশ চাই” ও “জাস্টিস ফর ভিকটিমস” এর মাধ্যমে বাংলাদেশ সরকারের অন্যায়,অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে।