খেলোয়ারদের জীবন-যাপন কেমন জানতে অনেকেই আগ্রহী। তারা সারাদিন কী করেন, কী খান নানা প্রশ্ন তাদের ঘিরে। এবার জানা গেল ভারতের দাপুটে খেলোয়ার বিরাট কোহলি সম্পর্কে কিছু অজানা তথ্য।
ভারতের টেস্ট অধিনায়ককে জিজ্ঞেস করা হয় তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না? টুইটারে একটি ভিডিও পোস্ট করেন কোহলি।
সেখানে তিনি বলেন, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু রোজ খাই না। তবে আমরা অ্যালকালাইন জল খাই। ’
অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায় বলে বিশেষজ্ঞদের দাবি। বিশেষ করে যারা কসরত করেন, তাদের ক্ষেত্রে বেশি কাজ দেয় বলেও মত। অনেকের মতে সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড তৈরি হয়, সেটা অ্যালকালাইন পানি খেলে হয় না। এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে কোহলি জানান, তিনি অ্যালকালাইন পানি পান করেন। খবর আনন্দবাজার পত্রিকার।
তবে তিনি যে পানি পান করেন সে ব্যাপারে কিছু বলেন নি।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেই বিজ্ঞাপনে কোহলিকে প্রশ্ন করা হয় তিনি পঞ্জাবি ভাষা জানেন কি না? উত্তরে কোহলি পঞ্জাবি ভাষায় বলেন, ‘আমি পঞ্জাবি বলি। ’
কোহলির কাছে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত জেট বিমান আছে কি না? উত্তরে কোহলী বলেন, ‘না, আমার এমন কোনো বিমান নেই। এটা গুজব। ’
পড়াশোনায় কেমন ছিলেন কোহলি? সেই উত্তরও দিয়েছেন তিনি। কোহলি বলেন, ‘ঠিকঠাক ছিলাম, তবে কখনও শীর্ষে থাকিনি। ’
এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোহলি হিলিয়াম গ্যাস মুখে নিয়ে কথা বলেছেন। ফলে কোহলির গলার স্বর পাল্টে গিয়ে বেশ মজার শোনাচ্ছিল। কোহলি নিজেও সেটা শুনে হেসে ফেলেন।