লালমনিরহাট জেলা শহরের জেলখানা রোডের একটি পরিত্যাক্ত ডোবা থেকে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম নিজে উপস্থিত থেকে এই জাল নোট গুলো উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় ছালাম নামে এক ব্যাক্তি জেলখানা রোডের একটি পরিত্যাক্ত ডোবায় মাছ ধরতে গেলে পানির মধ্যে একটি বস্তা দেখতে পায়। পরে তার সন্দেহ হলে সে বস্তা খুলে দেখে বস্তার ভিতরে ১ হাজার টাকার নোটের অনেক গুলো বান্ডিল।
সাথে সাথে সে থানায় ফোন করে অবগত করলে থানার অফিসার ইনচার্জ শাহা আলম, এসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে ৫২ লাখ টাকার জাল নোট উদ্ধার করেন।
ডোবায় আরও জাল টাকা থাকতে পারে মনে হলে পুলিশ তথ্যদাতা ছালামকে পানিতে নামিয়ে খোজাখুজি করলে আরও ১৪টি বান্ডিল সহ মোট ৬৬টি বান্ডিল মানে ৬৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে সেগুলো সিজার লিস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে শত শত উৎসুক জনতার ভীর লক্ষ্য যায়। প্রতিটি নোটের বান্ডিলে লাকী কূপন ভাগ্য পরিবর্তন নামে একটি স্টিকার লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, আগামী ২৮ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই জাল নোট গুলো ব্যবহার করার জন্যই হয়তো নিয়ে আসা হয়েছিল বলে তারা মনে করছেন।
লালমনিরহাট সদর অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জাল টাকা নোট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এক হাজার টাকার এই নোট গুলো জাল।
তারপরেও এগুলো পরীক্ষার জন্য আমরা আদালতে পাঠাবো। তবে এব্যাপারে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।