তিন বছর বয়সী ফাতেমা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল একই ইউনিয়নের চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে ডুবে ফাতেমা ও রাফিল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ও চরনজির এলাকায় এসব ঘটনা ঘটে। তিন বছর বয়সী ফাতেমা চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।
চরমোন্তাজ ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ফাতেমা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
এ সময় তার বাবা বাজারে ও মা রান্নাঘরে ছিলেন। একপর্যায় ফাতেমাকে পুকুরে ভাসতে দেখে লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।রাফিলের পরিবারের বরাত দিয়ে এসআই মিজান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাফিলের বাবা মাহাবুব বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন।
দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে পাশের পুকুরে রাফিলকে ভাসতে দেখেন। পানি থেকে তাকেও মৃত অবস্থায় তোলা হয়। চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ মিয়া জানান, ফাতেমা ও রাফিলের বাড়ির দূরত্ব প্রায় ১০কিলোমিটার। একই দিনে একই সময়ে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় গোটা ইউনিয়নে শোক বিরাজ করছে।