নেত্রকোণা জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শামীম ছেলেটি এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে বসত ঘর থেকে মোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়।
গত শুক্রবার (১লা অক্টোবর) বিকেলে লক্ষিগন্জ ইউনিয়নের বাইশধার গ্রাম থেকে ৪/৫ টি মোবাইল বসত ঘর থেকে নিয়ে যায়। পরে মোবাইল খুঁজে না পেয়ে বিভিন্ন কায়দায় মদনপুর ইউনিয়নের খোরশেদ মিয়ার ছেলে শামীম এই মোবাইল গুলো নিয়ে যায়।
এই চুরি যাওয়া মোবাইল গুলো মনাং বোর্ডের বাজার থেকে উদ্ধার করতে গেলে নেত্রকোণা মডেল থানার পুলিশের সহায়তায় মোবাইল গুলো উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, এই চোর শামীমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। সে এলাকার অনেক জায়গা থেকে মোবাইল, স্বর্ণ, দোকান থেকে মালামালসহ বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে মদনপুর ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শামীম ছেলেটা ছোট মনে হলেও তার মোটামুটি ভাল বয়স হয়েছে। সে এলাকার বিভিন্ন জায়গা থেকে মোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরির অভিযোগ রয়েছে। তার পেশা চুরি করা।