শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই খালাতো ভাই-বোন মাহমুদুল হাসান (১৫) ও রাউফুন (১০) এর। শনিবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল শেরপুর শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল ও রাউফুন সম্পর্কে খালাতো ভাই বোন। তারা উভয়ে উপজেলার জঙ্গলদী এলাকায় নানার বাড়িতে সপরিবারে বেড়াতে এসেছিল।
শনিবার দুপুরে তারা বাড়ির সকলের অজান্তে নানার বাড়ির পাশে মৃগী নদীতে গিয়ে গোসল করছিল। এ সময় নদীর তীব্র স্রোতে দুজনেই ভেসে যায়। এদিকে তাদের আশপাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করছিল স্বজনরা।
ঘণ্টা খানেক পর স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ।