“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার রাতে চাপা তলাঘাট এলাকায় জেলা পাট ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক সম্পাদক ইকরামুল হক নবীন। জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধরণ সম্পাদক ইকরামুল হক নবীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার সাধারণ সম্পাদক, জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পৌরসভার কাউন্সিলর বিজু আহাম্মেদ, শাহরিয়ার আলম ইদু, রাজীব সিংহ সাহা, জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা খন্দকার ফারুক আহমেদ, সদস্য মাহবুব আলম সুরুজ, আতাউর রহমান মানিক, নুরুজ মিয়া, সিয়াম হোসেন, মানিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। পরে জামালপুর জেলায় যে সকল পাট ব্যবসায়ীগন মৃত্যু বরণ করেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ।
অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন যাবত জামালপুর জেলায় পাট ব্যবসা করে আসছি। অনেক দিন যাবত আমাদের ব্যবসার টাকা পরিশোধের সকল ফাইলপত্র পাট মন্ত্রনালয়ে পড়ে আছে। সেই আটকা পড়া সকল ফাইল গুলো যাতে দূত পাস হয়। সে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই নেতৃবৃন্দ।
সেই সাথে জামালপুর জেলার সকল পাট ব্যবসায়ীদের পাটের বাকি টাকা গুলো যাতে দূত পেতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। সেই সাথে পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীমহোদয় ও সচিবসহ উদ্বর্তন কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করছি। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে সংবর্ধনা প্রদান করা হয়।