শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯-এর রেজিস্ট্রেশন বিহীন বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষের আলাদা আলাদা ৩টি বুথের মাধ্যমে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, ছয়জন করে স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন।
উপজেলায় আজ এক দিনে ১৫ হাজার মানুষকে একযোগে প্রথম ডোজের টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাক্তার মো. মনিরুল ইসলাম। সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ। উপজেলা নিবাহী কমকর্তা আশিষ কুমার, থানা অফিসার ইনচার্জ( ওসি) মো.শওকত আনোয়ার ইসলাম।