নেত্রকোণা সদর উপজেলার কুনিয়া পশ্চিম পাড়া গ্রামের শ্রী সাধন চন্দ্রের একটি বড় রেন্ট্রি গাছ জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় কেটে নিয়ে যাচ্ছে প্রতিবেশী সুজন মিয়া গংরা। জানা যায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার শালিস হয়েছিল।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সুজন গংরা সন্ত্রাসী কায়দায় গরীব নিরিহ সংখ্যালঘু সাধনের সীমানায় বড় একটি রেন্ট্রি গাছ যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা কেটে নিয়ে যাচ্ছে।