নেত্রকোণা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যাগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে সিপিবির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবির নেত্রকোণা জেলা শাখার সাধারন সম্পাদক নলীনি কান্ত সরকার, আবুল কাইয়ুম আহম্মেদ জেলা শাখার সম্পাদক মন্ডলির সদস্য, কৃষ্ণ বিশ্ব শর্মা, জয় কুমার, সতেন্দ্র সরকার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, এলপিজি গ্যাস, চাল,ডাল,তেলসহ দ্রব্যমূল্য, ঘূষ, দূর্নীতি, লুটপাট, বন্ধ করা ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।