https://www.youtube.com/watch?v=ClgDyDAqx6c
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজারে ,গত ১০ সেপ্টেম্বর জমি জবরদখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুরুতর অঅহত হয়েছে ,আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । বিস্তারিত শামীম আহমেদ এর ডেক্স রিপোর্টে ।
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজারে গত ১০ই সেপ্টেম্বর প্রতি পক্ষের জমি জবরদখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সরেজমিন ভিক্টিম এবং আবেদিত মামলা থেকে জানা জায় যে, হাজীখালী বাজারে ভিক্টিম দাউদ কাজীর দখলে খাকা বেশকিছু দোকান ও জমি ঘটনার দিন অর্থাত ১০ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে সেলিম আকন ও মস্তফা আকন ( নিউমার্কেট চশমার দোকান ) চশমা মস্তফা সহ কমপক্ষে ৫০/৬০ জনের একটি দল বাজারে ভিকটিমদের দোকান ও জমি জবরদখল করতে যায় । এ সময় ভিকটিমরা বাধা দিতে এলে তাদেরকে দেশীয় অস্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে । এ সময় দোকান মালিক দাউদ কাজী ও দোকানের কর্মচারী নুর আলমকে কুপিয়ে মারাত্বক জখম করে , এবং দোকানে থাকা নগদ দু লক্ষ টাকা সহ প্রায় চারলাখ টাকার ক্ষতি সাধণ করে । এ সময় অভিযুক্তরা ভিকটিমদের মৃত্যু ভেবে পালিয়ে যায় , পরবর্তীতে স্থঅনীয়রা তাদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎার জন্য ভর্তি করান ।