দেশি পাঙ্গাশ পুষ্টিগুণে অনন্য তাছাড়া এ মাছের বেশ ভাল বাজার মূল্য রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীতে পাওয়া জনপ্রিয় এ মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে গলাচিপার বোয়ালিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে অনুষ্ঠিত দেশীয় পাঙ্গাস রক্ষায় মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন।
ইউএসএআইডি-এর অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ -২ কার্যক্রমের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী,গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. হাবিবুর রহমান হাদী।
মতবিনিময় সভায় মৎস্যজীবী , খুচরা বিক্রেতা, পাইকার, নৌকা চালক, বরফ ক্রাশার এবং মৎস্য অফিসের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা দায়িত্বশীলভাবে মাছ ধরা এবং প্লাস্টিক দূষণ নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকোফিশ -২ কার্যক্রমের রিসার্চ অ্যাসোসিয়েট সাগরিকা স্মৃতি।