পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের অলিল সরদারের ছেলে আল আমিনকে হত্যা মামলা নং-২২/২১ এর এজাহার ভূক্ত ৪নং আসামী কামাল হাওলাদারকে সোমবার (২ আগস্ট) বাউফল উপজেলার বগি বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। আল আমিন হত্যা মামলার আইও এস আই রশিদ গ্রেফতারের ঘটনা সত্যতা জানিয়ে বলেন, সোমবার রাতে বগি বাজার এলাকা থেকে কামাল হাওলাদারকে গ্রেফতার করেছি এবং তাকে জেলা হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এবিষয়ে আল আমিনের পিতা অলিল সরদার জানান, ৪নং আসামী গ্রেফতার হয়েছে কিন্তু মামলার প্রধান আসামী মিজান সহ অন্যান্য আসামীরা গ্রেফতার না হলে আমরা সস্তি পাচ্ছি না এবং ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছি।