https://www.youtube.com/watch?v=5unEVM46Dgs
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে ১-০ গোলের ব্যবধানে ফাইনাল জিতে নিল আর্জেন্টিনা। শেষ হলো ২৮ বছরের অপেক্ষা। ঘরে তুলে নিল কোপা আমেরিকার শিরোপা। মেসির হাত ধরেই প্রথমবারের মতো কোনো শিরোপা জয় করল আর্জেন্টিনা।
মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের চোখ ছিল কোপার ফাইনালে।
প্রথমার্ধ শেষে হতাশা নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে নেইমারদের। আর ১-০ গোলের লিডে স্বস্তি নিয়ে ফিরেছেন মেসিরা।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে শুরুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। একাদশে ডি মারিয়াকে জায়গা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই ডি মারিয়াই দলকে এনে দিলেন প্রথম সাফল্য। ম্যাচের ২২ মিনিটের মাথায় দুর্দান্ত এক চিপ শটে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করে নিজ দলকে এগিয়ে দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে আধিপত্য বিস্তার করে খেলছিল ব্রাজিল। ম্যাচের শুরু থেকে বারবার আর্জেন্টিনার রক্ষণভাগে হানা দেয় তারা। তবে সাফল্যের দেখা পায়নি। বরং ম্যাচের ২২ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত এক থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন ডি মারিয়া। বুদ্ধিদীপ্ত চিপ শটে সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এ তারকা ফরোয়ার্ড।
উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইনরা। প্রথমার্ধের ওই গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসির দল।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় পরিবর্তন আনেন সেলেসাও কোচ তিতে। ফ্রেডকে উঠিয়ে রবার্তো ফিরমিনোকে নামিয়ে আরও আক্রমণাত্মক খেলার আভাস দেয় স্বাগতিকরা। এই পরিবর্তনে আক্রমণে ধার বাড়ে তাদের। ৫২ মিনিটে জালে বল জড়ান রিচার্লিসন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাতিল হয়ে যায় সে গোল।
শেষ পর্যন্ত ১-০ গোলেই শিরোপা জয় করে আর্জেন্টিনা। জয়োল্লাস করে মাঠ ছাড়ে মেসি, ডি মারিয়ারা।