আকাশে একটু কালো মেঘ দেখলেই আঁতকে ওঠেন খিলগাঁও ঝিলপাড় এলাকার বাসিন্দারা। শুরু হয় ঘরের আসবাবপত্র, বিছানা ও হাড়িপাতিল সরিয়ে নেয়ার দৌড়ঝাঁপ । এমন অসহনীয় দুর্ভোগের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কপোরেশনের ২৩ নাম্বার ওয়াডের বাসিন্দারা । আবার দীঘদিন জমে থাকা ময়লা দুগন্ধযুক্ত পানি তার মধ্যে গ্যাস লাইনের লিকেজ, এ যেন প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি, বলছেন পথচারীরা। বিস্তারিত ডেক্স রিপোর্টে ।
https://www.youtube.com/watch?v=MZ_zjivwVfc