পটুয়াখালীতে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, কিশোর গ্যাং এর সংখ্যা, আতঙ্কে খেটে খাওয়া সাধারন মানুষ, একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের দেখা যায় , ৩০,০৬,২০২১, রোজ বুধবার সকাল ১০ টা ২৫, মিনিটের সময়।
একদল সন্ত্রাসী ব্যবসায়ী ফয়সাল নামে, এক ব্যক্তির উপরে হামলা করেন, ভুক্তভোগী ব্যবসায়ী ফয়সাল জানান ২, মাস আগে আমার উপরে হামলা করেছিল এই বেলাল তখন থানায় অভিযোগ করার কারণে আমি বেঁচে গেলেও।
আজকে বুঝতে পারছি সেই অভিযোগ করার কারণে পুনরায় হামলা করা হয়েছে আমার উপরে, আজকের হামলা বিষয় প্রতিবেদক ফয়সালের কাছে জানতে চান তিনি থানায় মামলা করবেন কিনা, এসময় ফয়সাল আমাদের প্রতিবেদককে বলেন পূর্বের অভিযোগ করার কারণেই আজকে আবারো আমার উপরে হামলা করেছে এই সন্ত্রাসীরা এখন আবার অভিযোগ করলে এখানে হয়তো বা ব্যবসা করতে পারব না আমি, কতটা ভয় পেলেন এমন কথা বলে সেটা আর বুঝার বাকি রইলো না আমাদের,
তাই গুগলে সার্চ দিলাম পটুয়াখালীতে কিশোর জ্ঞান লিখে, পাওয়া গেল পটুয়াখালীর অগণিত কিশোর গ্যাংয়ের সংবাদ সেখান থেকে কিছু সংবাদ তুলে ধরা হলো তবে একাধিক সংবাদ বিশ্লেষন করে যেটা বোঝা গেল কেন ক্ষুদ্র ব্যবসায়ী আইনের আশ্রয় নিতে চাচ্ছেন না।
ভুক্তভোগী ব্যক্তি বিচার চাইবে সেটাই স্বাভাবিক, অপরাধীদের খুঁজে গ্রেপ্তার, আইনের আওতায় আনা,দায়িত্ব প্রশাসনের, পটুয়াখালী জেলা পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশা অত্র এলাকার জনসাধারণের।
https://www.youtube.com/watch?v=7hXVrVfHux0