নাটোর সদর হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে পাঁচজন এনিয়ে জেলায় সর্বমোট মৃতের সংখ্যা আজ ৭ জন।
নাটোর সদর হাসপাতালে মারা যাওয়াদের মধ্যে রেজিয়া (৬২) নামে এক নারী করোনা পজেটিভ হয়ে এবং মজিবর (৬০) নামে এক বৃদ্ধ উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে সরকারি তালিকা মতে জেলায় করোনায় অর্ধশত মানুষ মারা গেল।
এদিকে গত ২৪ ঘণ্টায় নাটোরে রেকর্ড পরিমাণ ১৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের হার ২৮.২৪ শতাংশ। যা গতদিনের চেয়ে ৮.৪৩ শতাংশ কম।
জেলায় মোট আক্রান্ত ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২৩জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। মোট মৃত্যু ৫০ জন। এদিকে শুধুমাত্র জুন মাসেই মারা গেল প্রায় ২৮ জন মানুষ।