যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৬ দশমিক ৭৫ শতাংশ। এ সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।
এ জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩শ’ ৯০ জন। এর ভেতর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮শ’ ৮৮ জন। হাসপাতালে ভর্তি ১৪১জন। আর মারা গেছে ১৩৩ জন।
এদিকে উচ্চঝুঁকির কারণে যশোরে লকডাউন চলছে। প্রশাসন লকডাউন কার্যকরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেজন্য সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্যকর্মকর্তাদের।