নিখোঁজের ১০ দিন পর পিরোজপুরের এক স্কুলছাত্র উদ্ধার হল পটুয়াখালীর গলাচিপায়। গত শনিবার (২৬ জুন) রাতে ওই স্কুলছাত্রকে উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
নিখোঁজ স্কুলছাত্র ইয়াসিন আরাফাত (১১) পিরোজপুর পৌরসভার বাইপাস মুক্তারকাঠি এলাকার মো. ইমরান হোসেনের ছেলে ও আলামকাঠি পল্লীমঙ্গল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
গত ১৭ জুন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পিরোজপুর জেলার কদমতলা সাত বেকুটিয়া মল্লিক বাড়ি রাস্তা থেকে ইয়াসিন নিখোঁজ হয়।
নিখোঁজের পর তার বাবা ১৮জুন পিরোজপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন, যার জিডি নম্বর ৬৪৭। গলাচিপা থানার উপ পরিদর্শক (এসআই) রানা রায় রবিবার (২৭ জুন) রাতে উদ্ধারকৃত স্কুলছাত্রকে তার বাবার হাতে তুলে দেন।
স্কুলছাত্রের বাবা ইমরান হোসেন জানান, তার ছেলে ইয়াসিন গত ১৭ জুন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের কদমতলার সাত বেকুটিয়া মল্লিক বাড়ি সড়ক থেকে পিরোজপুর পৌরসভার বাইপাস মুক্তারকাঠির বাসায় ফেরার পথে নিখোঁজ হয়।
তার ধারনা কেউ তার ছেলেকে নেশা জাতীয় কিছু খাইয়েছে। তিনি তাঁর নিখোঁজ সন্তানকে খুঁজে পেয়ে পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তবে সন্তানকে খুঁজে পেলেও, ছেলে ইয়াসিনের সাথে থাকা লাল রঙের সাইকেলটি পাওয়া যায়নি।গলাচিপা থানার উপ পরিদর্শক রানা রায় বলেন, গত শনিবার (২৬ জুন) রাত ১২টার দিকে গলাচিপা পৌর শহরের ওয়াবদা রোডের একটি ভ্যানের উপর থেকে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করা হয়।
পরে রবিবার (২৭ জুন) রাত নয়টার দিকে ইয়াসিনকে তার বাবার কাছে তুলে দেয়া হয়।