কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউর রহমান বলেন, এরমধ্যে করোনা পজিটিভ রোগী ছিল ৭ জন।
বাকি দুই জনের মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। তিনি বলেন, হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি আছে ১৩৭ জন। আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরো ৪৬ জন।
সিভিল সার্জন ও জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৪৪৭ নমুনার বিপরীতে শনাক্তের হার ৩৮.৪৭ শতাংশ।
হাসপাতাল এবং বাসায় সব মিলিয়ে জেলায় ১৮২৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন।
এদিকে লকডাউন উপেক্ষা করে কুষ্টিয়ার সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। চেকপোস্টগুলোতে পুলিশ যানবাহন আটকে দিলেও মানুষ হেটে যাচ্ছেন গন্তব্যে।