কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্র ইশরার হাসনাইন আবরারের (১৬ ) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকাল ১১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং শহরের গোলদীঘিরপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে।
জানা যায়, রোববার সকালে আবরারসহ ১৪ বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে নামে। একপর্যায়ে আবরারসহ দুই বন্ধু সৈকতে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুজন ভেসে যায়।
পরে সৈকতে দায়িত্ব পালন করা লাইভ গার্ডের কর্মীরা আবরারের সহপাঠী কামরুল হাসানকে উদ্ধার করতে পারলেও আবরারকে উদ্ধার করা যায়নি। সোমবার বেলা ১১টার দিকে সাগরতীর শৈবাল পয়েন্টে ভেসে এলে তার মরদেহ উদ্ধার করা হয়।