করোনায় বিপর্যস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যুহার কমে যাওয়ার পর তা আবার সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩। মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের।
দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। এই সময়ে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।
আক্রান্তের তুলনায় এখন দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।