জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের সাথে ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২ টায় পৌর কার্যালয়ে পৌরসভার মেয়র ও ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, বাংলাদেশ পূস্তক-প্রকাশক বিক্রেতা সমিতি’র উপজেলা সভাপতি মাওলানা অলি উদ্দিন, কমিটির উপদেষ্টা জাহিদ মিয়া, কমিটির সহ-সভাপতি ও স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ চন্দ্র, কমিটির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, ব্যবসায়ী মাওলানা সামছুল ইসলাম, কমিটির সহ সভাপতি সন্ধি মোহন দেব, ব্যবসায়ী আব্দুল বারিক, ব্যবসায়ী তালেব আলী, ব্যবসায়ী ছায়াদ মিয়া, ব্যবসায়ী আজিজুল ইসলাম, ব্যবসায়ী হেলিম মিয়া, ব্যবসায়ী রুমেল মিয়া প্রমূখ।
মতবিনিময় কালে মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, জগন্নাথপুর ডাকবাংলো ও উপজেলা পরিষদ রোড অতি গুরুত্বপূর্ণ। সরকারি অফিস সহ এ এলাকা জনবহুল হিসেবে পরিচিত।
এ রোডকে আলোকিত করতে চাই। তিনি ব্যবসায়ীদের স্বার্থে একজন নৈশ প্রহরী নিয়োগ সহ রোডের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান। এ সময় ব্যবসায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে রোডের সকল সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন।