ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টুকে।
শুক্রবার রিটার্নিং অফিসার ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার এক গণ-বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগা খানের নির্বাচিত হওয়ার পথ সুগম হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশ মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।