নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’গ্রুপ বসুরহাট রুপালী চত্বরে একই সময়ে বিক্ষোভ সমাবেশ ডাক দেয়ায় উপজেলা প্রশাসন বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারী করছে।
আজ ২৪ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পযর্ন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক মীর। ১.জারীকৃত আদেশ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন বসুরহাট বাজারসহ সমগ্র বসুরহাট পৌর এলাকায় প্রযোজ্য হবে।
২. কতৃপক্ষের অনুমতি ব্যতিত কোন ব্যক্তি /সংগঠন/ রাজনৈতিক দল / গণ জামায়েত সভা সমাবেশ/ বিক্ষোভ মিছিল/ শোভাযাত্রা ইত্যাদি কার্যক্রম গ্রহন করতে পারবে না। ৩. যে কোনো ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বসুরহাট বাজারসহ সমগ্র বসুরহাট পৌর এলাকার মধ্যে ৪ (চার) জনের অধিক ব্যক্তি জমায়েত হতে পারবে না। ৪. যে কোনো প্রকার রাজনৈতিক প্রচারনামূলক কর্মকান্ড গ্রহন করা যাবে না। উপরোক্ত আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।