বিভিন্ন দেশে ভালো চাকরির কথা বলে শতাধিক মানুষকে পাচার করেছেন মো. তুহিন সিদ্দিক অমি (৩৩) ও তার সহযোগীরা। এভাবে তারা মানুষ ঠকিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
সংস্থাটির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক আজ মঙ্গলবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
এর আগে শনিবার রাজধানীর দক্ষিণখান থানায় অমি ও তার সহযোগীদের ওই চক্রের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়। দায়ের করা মামলায় সিআইডি এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে।