নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত সন্দেহে ৯ জনকে আটক করে র্যাব। পরে ডোপ টেস্ট করে মাদক সেবনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়।
সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইজ উদ্দিন(৩৫), সজিব সরকার (৩০), শফিকুল ইসলাম (৩৫), আশরাফুল শেখ (৩৩), ইসলাম শেখ (৩৫), আব্দুল হালিম (২৮), মাসুম বিল্লাহ (২১), বাবু দাস(২১), আব্দুল্লাহ (২২) কে আটক করা হয়েছে।
তাদের সকলের বাড়ি গোপালপুর ও গড়মাটি গ্রামে। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে।