কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ দুপুর একটার দিকে উখিয়ার কোটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উখিয়া স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত আরও চারজনের চিকিৎসা চলছে। সেখান থেকে দুইজনের অবস্থা আশংকাজনক।