হাঁটার কথা বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর সাবরিনা সুলতানা রুমি নামে এক তরুণী নিখোঁজ হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
সিলেট নগরীর খাসদবির এলাকায় ঘটনাটি ঘটে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ জানান, রোববার বিকেল ৫টার দিকে সাবরিনা সুলতারা রুমি বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
রাতে রুমির বাবা আব্দুল মান্নান সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় এ ব্যাপারে জিডি করেন।
রুমির উচ্চতা ৫ ফুট ও গায়ের রং শ্যামলা (হালকা পাতলা গঠন)। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো কালো বোরকা। হাত-পায়ে কালো মোজাও ছিলো।