চুয়াডাঙ্গার একটি উপজেলা, একটি পৌরসভা ও একটি ইউনিয়নে কঠোর বিধি-নিষেধ চলমান রয়েছে। তবে এসব এলাকার সাধারণ মানুষের মধ্যে বিধি-নিষেধ পালনে অনিহা দেখা যাচ্ছে। নানা অজুহাতে অনেকেই বাইরে বেরিয়ে আসছেন। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
গত ২০ জুন থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলুকদিয়া ইউনিয়ন এবং ১৫ জুন থেকে দামুড়হুদা উপজেলায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।
গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ৪৩-৬৭ শতাংশ রয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসন অধিক সংক্রমণের জন্য প্রথমে দামুড়হুদা উপজেলা এবং পরে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলুকদিয়া ইউনিয়নে কঠোর বিধি-নিষেধ আরোপ করে।