রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুন) সকালে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (১৯ জুন) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- আল আমিন ভূইয়া (২৬) ও মো. জুয়েল (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকার বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন।
তাদের দুইজনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।