লালমনিরহাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজু আহমেদ(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬জুন) দুপুরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখিজি করে রাজুর মরদেহ উদ্ধার করে।
মৃত রাজু লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ শাহজাহান কোলনীর ভ্যান চালক আব্দুল বারেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজু সকালের দিকে পানির টাঙ্কির পাশে কচু খেত থেকে কচুর লতি তুলতে যায়। কচুর লতি তোলা শেষ হলে সকাল সাড়ে ১১টার দিকে সে পাশেই একটি পুকুরে গোসল করতে নামে।
গোসল করার জন্য সে পানিতে ডুব দিলে আর ভেষে উঠে না। এলাকাবাসী অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দুপুরের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাজুর মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পরই সেখানে আমাদের টিম গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।