বাঁশখালীর জনগনের কাছে এই যেন একটা নতুন নক্ষত্র। থেমে নাই, সাহায্যের হাত। কখনো খাদ্য, কখনো সেলাই মেশিন, কখনো রাস্তার উন্নয়ন নিয়ে খুব বেশি ভাবছে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী।
অসহায় মানুষের পাশে থাকতে সব চেয়ে বেশি ভালোবাসেন এই তরুণ নির্বাহী অফিসার। গরীব অসহায় মানুষ খেতে না পেয়ে ৩৩৩ তে কল দিলেও খাদ্যের ব্যবস্থা করে দেন তিনি।
আজ বুধবার শেখেরখীল ইউনিয়নে সমুদ্রে মৎস্য আহরণে নিষিদ্ধকালীন সময়ে(২০ মে থেকে ২৩ জুলাই) বিরত থাকা ৭৩৪ জন নিবন্ধিত মৎস্যজীবীকে জনপ্রতি ৫৬ কেজি করে মোট ৪২.২২৪ মেঃটন চাল বিতরণ করা হয়।
সমগ্র বাঁশখালী উপজেলায় ৮৭২৮ জন নিবন্ধিত মৎস্যজীবীকে জনপ্রতি ৫৬ কেজি করে মোট ৪৮৮.৭৬৮ মেঃটন চাল বিতরণ করা হচ্ছে। এই নিয়ে সন্তুষ্ট হয় মৎস্যজীবি মানুষেরা।