যশোরে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে তিনজন মারা গেছেন।
একই সময়ে ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৬ শতাংশ।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান।
এখন পর্যন্ত জেলায় করোনায় মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন।
এদিকে, করোনা সংক্রমণ রোধে যশোর, নওয়াপাড়া পৌরসভা, চাঁচড়া, উপশহর, ঝিকরগাছা ও বেনাপোলের শার্শায় ঘোষিত স্বাস্থ্যবিধি কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।