চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মেয়েকে ধর্ষণের দায়ে নুর উদ্দিন মিঠু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা বেড়াতে যাওয়ার সুযোগে গত ১৩ জুন রাতে নিজের মেয়েকে ধর্ষণ করে বাবা।
ঘটনার দিন রাতে ১৬ বছর বয়সী মেয়ের জন্য চেতনানাশক ওষুধ মেশানো একটি জুস আনে সে।
জুস খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়লে নুর উদ্দিন তাকে ধর্ষণ করে। ওষুধের প্রভাবে পরেরদিনও ভুক্তভোগী কিশোরী ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পড়ে পলাতক বাবাকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।