শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে ১ শতাংশ সরকারি তথ্য প্রকাশে গোপনীয়তা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ হান্নান। এছাড়া বাকি ৯৯ শতাংশ ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোন সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে বিবিএস গ্লোসারি (কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন) শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আমলাতন্ত্রের প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমলাতন্ত্রের বিকল্প হচ্ছে শূন্যতা। জীবনে শূন্যতা ভয়ংকর।’
তিনি বলেন, ‘আমলাতন্ত্রের যে কত প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আমিও একসময় ছোটখাটো আমলা ছিলাম। তবে সব পর্যায়ে কর্মকর্তাদের উচিত মাঠপর্যায়ে যোগাযোগ বাড়ানো। ইউএনও, ডিসিসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের উচিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এমনকি মেম্বারদের মধ্যে যোগাযোগ বাড়ানো।’
এম এ মান্নান বলেন, ‘তথ্য লুকানোর কিছু নেই। ৯৯ শতাংশ ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই। শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে ১ শতাংশ গোপনীয়তা রয়েছে। সেটির প্রতি গণমাধ্যম সম্মান দেখাবে অবশ্যই। আগামীতে হয়তো সেই ১ শতাংশও আর গোপন রাখার প্রয়োজন না-ও হতে পারে। সরকার অত্যন্ত স্বচ্ছ।’
এম এ মান্নান আরো বলেন, ‘কোনো তথ্য লুকাবেন না। আপনাদের জরিপে যদি কোনো ভয়ংকর কিছু আসে, সে ক্ষেত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকারপ্রধানকে জানাব।’
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস (এনএসডিএস) প্রকল্পের পরিচালক দিলদার হোসেন।