প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৫০টি মডেল মসজিদের সাথে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের একটি মসজিদ উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা শহরের পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে অবস্থিত মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ইসলামী ফউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের ঠিকাদার আলী রেজা সজল জানান, ১৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে চারতল বিশিষ্ট এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে।