খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফোন ছিনতাইকারী ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
মন্ত্রী বলেন, তার (ছিনতাইকারী) নাম ঠিকানা চিহ্নিত করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। গা-ঢাকা দিয়ে থাকলেও তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরা পড়বে বলে আশা করছি।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় পরিকল্পনামন্ত্রী জ্যামে আটকা পড়েন। এ সময় গাড়ির জানালা খুলে ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছিনতাই করে নিয়ে উধাও হয়। মন্ত্রীর নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।