ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।
সকালে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহাকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় জলুলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ২জন পুরুষ, ৫ জন নারী ও ৫জন শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরীলডাঙ্গা গ্রামে। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।