নাটোরে করোনা ভাইরসের নমুনা সংগ্রহের জন্য সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯, স্যাম্পল কালেকশন বুথ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার নাটোর শহরের কান্দিভিটাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই বুথের উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাবুব হোসেনসহ গণমাধ্যম কর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাবুব হোসেন জানান, এই স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধনের ফলে খুব সহজভাবে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা যাবে।