সুনামগঞ্জের পাগলা- বীরগাঁও বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার দুপুরে পাগলা-বীরগাঁও ক্ষতিগ্রস্ত সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন,৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকায় দুভোর্গের শেষ নেই এলাকাবাসীদের।ভাঙাচোরা সড়কে চলাচলে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় পথাচারীদের। দ্রুততম সময়ে সড়ক সংস্কার না হলে মানুষের দুর্ভোগ চরমসীমায় অতিক্রান্ত হবে বলে দাবি বক্তাদের।
চলতি মৌসুমে সড়ক সংস্কারের দাবি জানান তিনি। মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় সমাজকর্মী মিজানুর রহমান মাহিন, সাইদুল ইসলাম, হোসাইন আহমদ মিশেল, সোহাগ আহমদ, রিফান আহমে, জনি আলম, ইকবাল হোসেন প্রমুখ।