নাটোরের বাগাতিপাড়ার তমালতলায় লড়ির ডালার নিচে চাপা পড়ে আরাফাত নামের এক ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত উপজেলার চক হরিরামপুর গ্রামের শাজাহান আলীর ছেলে ও নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ গেটের সামনে আমের আড়তে বাবাকে খাবার দিয়ে ফেরার পথে লড়ির ডালায় চাপা পড়ে আরাফাত। পরে লড়ির ডালার নিচথেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আরাফাতের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।