কুষ্টিয়ার দৌলতপুরে ধনচে ক্ষেত থেকে শ্যামলী খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শ্যামলী খাতুন দৌলতপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের মো. তাজমত আলির মেয়ে।
দৌলতপুর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে স্বামী পরিত্যাক্তা ওই নারী বাড়ীর পাশের একটি ধনচে ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে নারীটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।