লালমনিরহাট জেলার ৫ উপজেলায় ১ হাজার ১২৬টি কেন্দ্রে ২ লাখ ৮ হাজার ৯৫৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত প্রায় দুই সপ্তাহব্যাপী চলবে এ ক্যাম্পেইন।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস শিশুর সংখ্যা আছে ২০ হাজার ৫শত জন, ১২ থেকে ৫৯ মাস শিশুর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার জন। এছাড়াও ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩শত ৯৫জন, ০৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৪জন।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ বছরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর প্রথম রাউন্ড শুরু করা হবে বলে জানিয়েছেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জোবাইর ফেরদৌস, জেলা তথ্য অফিসার মামুনুর রশিদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।