আগামী ৮ জুন থেকে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারেও বিক্রি করা হবে। বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু অনলাইন ও মুঠোফোন অ্যাপে বিক্রি করা হচ্ছ।
আজ বৃহঃস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রেলওয়ে বলছে, করোনার কারণে ট্রেনের আসনসংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল আছে। তবে বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইন ও মুঠোফোন অ্যাপে ৮ জুন থেকে বিক্রি করা হবে।
সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। কেউ টিকিট কিনে ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে রিফান্ড করা হবে।