সাতক্ষীরার তালায় আট দিনের শিশু কন্যাকে পানিতে ফেলে হত্যা করেছে তার মা! এ ঘটনায় মা শ্যামলীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২ জুন) সকালে তালা উপজেলার রায়পুর গ্রামে বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার রায়পুর গ্রামের মানিক ঘোষের স্ত্রী।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই শিশুর মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই দম্পতির আগের তিনটি কন্যা সন্তান রয়েছে। বারবার কন্যা সন্তান জন্ম হওয়ায় স্বামী মানিক ঘোষ শ্যামলীকে শারীরিক ও মানষিক নির্যাতন করতেন। তাই স্বামীর ভয়ে বাধ্য হয়ে নবজাতক কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা করেছে মা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।